• বুধবার, ০৮ মে ২০২৪, ০১:৩১ অপরাহ্ন

শীতের বিবেক – কবি: সুফিয়া ডেইজি

/ ৮৪ বার পঠিত
আপডেট: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩


বইছে বাতাস ঠান্ডা ঠান্ডা
ভোরের দিকের পরশ মন্দা
গায়ের উপর টানলে কাঁথা
খুক কাশিতে বুকের ব্যথা।


রাত চলে যায় হাঁচির সাথে
ভোর টুকু তো টনটনিয়ে
গলা কানে ধরছে মাথা।

খুব সকালে ঘুম আসেনা
চোখের ব্যথায় মন বসে না।


আল্লাহ মালিক কি করিলাম
সজ্ঞানে তো নীরব রইলাম
নিজের দোষের সন্ধান লইলাম
তবু কেন এমন শাস্তি
দিলে খোদা আমায় আসি?


বিবেকের আয়না ধরলো বায়না
সন্ধান করো লিস্ট বানাইয়া।

পাশের বাড়ি আত্নীয় স্বজন
খুঁজে ফিরি দিয়ে জখম
দূর দূর সব পথে ঘাটে
নাহি জুটে অপরাধ মুঠে।


এ নিয়ে তো ভাবনায় পড়ি
দিন রাত যায় সন্ধান করি,
হঠাৎ যখন ঘুমিয়ে পড়ি
সামনে আসে ঘরের মধ্যি
উদাস উদাস মনখান ভারি
কে বা কারা রইছে বসি।
আমি যেনো দেখেও চুপ
নিজের কাজে দিয়ে ডুব
তারা খুঁজে আমার সাথ
আমি থাকি নিজে উন্মাদ
খাই দাই গুন গুনায় নিজের
ভাবনায় মন মাতায়।


কাশির বেগ বাড়লো জোরে
বুঝলাম ছিলাম ঘুমের ঘোরে
এ ছিলো যে স্বপ্ন আমার
এর মাঝে আছে কি সংবাদ?


আরো পড়ুন