• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৯:৫৬ পূর্বাহ্ন

বাইডেন-ব্লিঙ্কেন সহ ১৩ জনের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক / ৩২৬৬ বার পঠিত
আপডেট: বুধবার, ১৬ মার্চ, ২০২২

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ ১৩ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনসহ আরও ১০ প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্ব।

মঙ্গলবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এমনটি জানানো হয়।

সংবাদ সংস্থা রয়টার্সের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ১৩ জন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া।

এই ১৩ জন রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না। এই তালিকায় রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন। রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, সিআইএ প্রধান উইলিয়াম বার্নস, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান। নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও।

 

এদিকে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

ইউক্রেন অভিযানে তিনি রাশিয়ার মিত্র। এছাড় রাশিয়ার একজন বিচারকসহ বেশ কয়েকজন কর্মকর্তা মার্কিন কালোতালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।

লুকাশেঙ্কোর স্ত্রী হালিনার ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন অর্থমন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রে তাদের সম্পদ থাকলে এ আইনের আওতায় তা জব্দ করা হবে।


আরো পড়ুন