• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১২:৫০ অপরাহ্ন

রোগের বাস: কবি-সুফিয়া ডেইজি

/ ৫৯ বার পঠিত
আপডেট: শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩

রোগ শোক দু:খ তাপ
ভিন্ন গ্রহের পাওয়া
উড়ে এসে জুড়ে বসে
মন না চাইলেও সহা।

সুখ শান্তি হাসি আনন্দ
নিজের ঘরের প্রিয়া
এতো আদর যত্ন করি
তবু মন পায় না।
শুন্য শুন্য অন্তর আমার
বাতাস জায়গা ভরে
সাইক্লোন ঝড় সুযোগ বুঝে
সাইরেন দিয়ে চড়ে।

রোগ বালাইয়ের দুটো ভাগ
বুকের পাজর খুঁজে ফেরে
কোনো কোনো অসুখ আবার
পুরো শরীর জুড়ে ঘুরে।

হাতের ব্যথা পায়ের ব্যথা
কোনটা ছোট বলো
মনের উপর নড়েচড়ে
দমকা হাওয়ার ভরে।


আরো পড়ুন