• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১০:৩৯ পূর্বাহ্ন

বৃষ্টি মাখা শীত “কবি” সুফিয়া ডেইজি

/ ৫৭ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩

আসছে শীতে যাচ্ছি ভেসে
হালকা পুলক পেয়ে
সন্ধ্যা হলেই বৃষ্টি নামে
ভোর অবধি ঝরে।

পৌষ মাসে ঘোমটা পড়ে
ঝুরঝুরিয়ে বৃষ্টি ফেলে
হাড়ের তলে জখম দিয়ে
করছে শীতের সেতু।
অলস সন্ধ্যা টানছে জোরে
উষ্ণ পরশ পেতে
ঘ্রাণ মেতে যায় নাকের উপর
পিঠা পুলির পাতে।

ইচ্ছে গুলো হাসছে ঠোঁটে
পৌষ পার্বণে মেতে
দাদুরা সব লুটছে মজা
ফোকলা দাঁতের ফাঁকে।
খেজুর গাছে রসের হাড়ি
করছে গেছো সাইজ
ছোটরা ফুন্দি আটে কি করে
খায় কলস ফুটোয় পাইপ।


আরো পড়ুন