• রবিবার, ১৯ মে ২০২৪, ০২:৫৮ অপরাহ্ন

শেষ মুহূর্তে আটকে গেল কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা নির্বাচন

/ ৩০ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ৭ মে, ২০২৪

কুমিল্লা জেলা প্রতিনিধি:
বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী প্রথম ধাপের কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা নির্বাচন বুধবার (৮ মে) হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে সোমবার (৬ মে) রাত ১০টায় নির্বাচন পরিচালক-২ এর উপসচিব আতিয়ার রহমানের স্বাক্ষরিত চিঠিতে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত করা হয়।

কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মুনীর হোসাইন খান এই স্থগিতাদেশের সত্যতা ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মহিলা ভাইস চেয়ারম্যান পদে সালেহা আক্তার পলি নামের এক প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। যাচাই বাছাই শেষে তার প্রার্থিতা বাতিল করেন জেলা নির্বাচন কমিশনার। পরে তিনি হাইকোর্ট আপিল করেন। সোমবার (৬ মে) দুপুরে হাইকোর্ট তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। এত দ্রুত সময়ের মধ্যে ব্যালট পেপার ছাপাতে না পারার কারণে ওই উপজেলার নির্বাচন স্থগিত করা হয়। ওই প্রার্থী সেলাই মেশিন প্রতীক নিয়ে নির্বাচন করবেন।


আরো পড়ুন