• রবিবার, ১৯ মে ২০২৪, ০৪:০৭ পূর্বাহ্ন

বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই ৪৬ সহকারী’র ৪০ পদ শূন্য

/ ৩৯ বার পঠিত
আপডেট: রবিবার, ৫ মে, ২০২৪
বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই ৪৬ সহকারী'র ৪০ পদ শূন্য

মোঃ গিয়াস উদ্দিন সরদার, পাবনা প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় ৪৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। আবার সহকারী শিক্ষকের পদও শূন্য রয়েছে ৪০টি। এসব বিদ্যালয়ের শিক্ষকদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন, পাঠদান ও দাপ্তরিক কাজও করতে হয়। ফলে পাঠদান কার্যক্রম চরম বিঘ্ন ঘটছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদে শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক পদে পদোন্নতি, অবসর ও মৃত্যুজনিত কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার একটি পৌরসভা ও ৬টি ইউনিয়নে ৯৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৪৬টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। আর সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে ৪০টি। খোঁজ নিয়ে জানা গেছে, এ সকল বিদ্যালয়ে সহকারী শিক্ষক না থাকলে প্রধান শিক্ষক কে দাপ্তরিক কাজের পাশাপাশি অনেক গুলো ক্লাস নিতে হয়।


আরো পড়ুন