• রবিবার, ১৯ মে ২০২৪, ০২:৪১ পূর্বাহ্ন

মৃত্যুর ঝুকি নিয়ে পারাপার হচ্ছে কৈডাঙ্গা রেল ব্রীজ

/ ৪৩ বার পঠিত
আপডেট: রবিবার, ৫ মে, ২০২৪
মৃত্যুর ঝুকি নিয়ে পারাপার হচ্ছে কৈডাঙ্গা রেল ব্রীজ

মোঃ গিয়াস উদ্দিন সরদার, পাবনা পতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় কৈডাঙ্গা গ্রামে বিপদের সম্মুখীন হয়ে মৃত্যুর ঝুকি নিয়ে পারাপার হচ্ছে গুমানি নদীর উপর তৈরি রেলব্রিজ, কৈডাঙ্গা খেয়াঘাট গুমানী নদীতে প্রচুর পরিমানে কচুরিপানা থাকার কারণে খেয়াঘাটের নৌকা চলাচল বন্ধ আছে। তাই জীবনের ঝুকি নিয়ে ২৪ নাম্বার কৈডাঙ্গা রেল ব্রীজে দিয়ে ছোট ছেলে- মেয়ে, যুবক -যুবতি, এমনকি বৃদ্ধও পার হচ্ছে। এর আগেও অনেক মানুষ পারা পারের সময় ট্রেনে কেটে মারা যাওয়ার ঘটনা ঘটেছে। কৈডাঙ্গা ব্রিজ সংলগ্ন মুদির দোকানদরগন জানান যে শুধু মানুষ পারা পারা নয় বরং মানুষ মাথায় ঘাসের বোঝা নিয়ে পারাপার হয়। এমনকি ধানকাটার মৌসুমীমেও অনেক কৃষককে মাথায় ধানের বোঝা নিয়েও পারা পার হতে দেখা যায়। কৈডাঙ্গার আসে পাশের সাধারণ মানুষ পারা পার হতে পারলেও দূর দুরান্ত থেকে আসা লোকজন নৌকায় পারাপার হতে না পেরে মৃত্যুর ঝুকি নিয়েই ব্রিজ পারাপার হয়। কি করবে কিছুই করার নেই কারণ ওপারে যেতে তো হবেই। তাই সকল জন সাধারণ পাবনা- ৩ এর সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেন এমপি মহাদয়ের মাধ্যমে মানণীয় প্রধানমন্ত্রী দেশ রন্ত্র শেখ হাসিনার কাছে আবেদন জানান যে মমতাময়ী মা যেন খুব তারাতারি আমাদের এখানে একটি পারাপারের ব্রিজ নির্মান করে দেন।


আরো পড়ুন