• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:৩৭ অপরাহ্ন

শেখ ফজলুল মনি: কবি- সুফিয়া ডেইজি

/ ৫৮ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩

শেখ ফজলুল হক মনি
আমরা কজন চিনি?
দেশের হাল ধরতে হাতে
শক্তি যত লাগে ধাচে
সব টুকু বুক পেতে
মনি দিতেন ঝেপে।

শেখ মুজিব মামা বলে
বুঝেছেন দেশের চাল
কতবার যে গ্রেফতার হলেন
যখন চাইলেন দেশের হাল।

মামা ভাগ্নে দেশের জন্য
হলেন হাজতবাসি
স্বাধীনতা পেয়ে সবাই
ভুলে গেলো কে করলো
ত্যাগ বেশি।

আমরা যখন মাঠে খেলি
মনি তখন ভাবনায় ডুবি
দেশের লাগি নিজেকে ভুলি
হতেন দেশের নেতা।

সবাই যখন সংসারের চাল ডাল
মিশিয়ে ভরতেন নিজের হাড়া
শেখ ফজলুল মনি তখন
ধরতেন শত্রুমুক্তির ফাঁড়া।
মনির ছিলো দেশের জন্য
অনেক বেশি টান
এজন্যই সোচ্চার হয়ে
ধরা খেতেন বারংবার।

জেল হাজতের দরজা খানা
ছিলো হাতের মোয়া
দেশের জন্য লড়াই করে
আনবে স্বাধীনতার ছোয়া।

কাজের সময় মনি মনি
ভোগের ভাগে কারা?
দেশ করেছে স্বাধীন যারা
তারাই সর্বহারা।


আরো পড়ুন