• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৭:০৬ অপরাহ্ন

খেরসন ও ওডেসায় রুশ হামলায় নিহত বেড়ে ১১

/ ৩৬ বার পঠিত
আপডেট: সোমবার, ৪ মার্চ, ২০২৪

অনলাইন ডেস্ক:
ইউক্রেনের খেরসন অঞ্চলে রাশিয়ার হামলায় একজন নিহত হয়েছেন। অন্যদিকে ওডেসা শহরে ড্রোন হামলায় নিহতের সংখ্যা ১০ জনে পৌঁছেছে। রোববার (৩ মার্চ) ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

তারা আরও জানায়, দক্ষিণ খেরসন অঞ্চলে একজনের মৃত্যু এবং তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এর আগের এক হিসাব অনুযায়ী, নিহত আটমাসের মধ্যে সাত মাস বয়সী এক শিশু এবং দুই বছর বয়সী এক শিশু ছিলো।

ওডেসা অঞ্চলের গভর্নর ওলেগ কিপার এক টেলিগ্রাম পোস্টে জানান, ‘মৃত নারীর দেহ’ ধ্বংসস্তূপ থেকে টেনে আনা হচ্ছে। এর কিছুক্ষণ পর তিনি আবারও জানান, ওই নারীর পাশে আরেকটি শিশুর লাশ পাওয়া গেছে।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মিত্রদের কাছ থেকে আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের জন্য অনুরোধ করেছেন। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জেলেনস্কি বলেছেন, ‘আমাদের অংশীদারদের কাছ থেকে আমাদের আরও বিমান প্রতিরক্ষা দরকার। ’

এ সময় তিনি আরও বলেন, রাশিয়ান সন্ত্রাস থেকে আমাদের জনগণের জন্য আরও সুরক্ষিত রাখার জন্য বিমান ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা গেলে বহু লোকের জীবন বাঁচবে বলেও আশাবাদ ব্যক্ত করেন জেলেনস্কি।


আরো পড়ুন