• বুধবার, ০৮ মে ২০২৪, ১২:১৪ পূর্বাহ্ন

ধর্মীয় অনুভূতিতে আঘাত চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে আসাদ নুরের বিরুদ্ধে আইনজীবীর মামলা

/ ১৯৪ বার পঠিত
আপডেট: রবিবার, ২০ আগস্ট, ২০২৩

সোস্যাল মিডিয়ায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে কটূক্তি ও কুরআন অবমাননাকারী আসাদুজ্জামান নুর প্রকাশ আসাদ নুর, পিতা-তোফায়েল আহম্মদ, সাং-উত্তর টিয়াখালী, আমতলী, উপজেল/থানা-আমতলী, জেলা-বরগুনা এর বিরুদ্ধে আইনজীবী মুহাম্মদ রুবেল উদ্দিন (বাদী) ফাইলিং আইনজীবী ফাহাদ বিন তাহের চৌধুরী আদিল গত ১৬ আগস্ট বুধবার চট্টগ্রাম আদালতে সাইবার ট্রাইব্যুনালে পিটিশন মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত খুবই গুরুত্বের সাথে পর্যালোচনা করে মামলাটি কাউন্টার টেরিরিজম চট্টগ্রামকে তদন্ত পূর্বক দ্রুত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন। যাহার সাইবার ট্রাইব্যুনাল পিটিশন মামলা নং-৪৭০/২০২৩ (চট্টগ্রাম)। সাইবার ট্রাইব্যুনাল পিটিশন মামলায় সার্বিক সহযোগিতা করেন আইনজীবী এইচ আর নাজমি ডেবিট, আইনজীবী আবু রায়হান, আইনজীবী কামরুল কবির আজাদ, আইনজীবী সিরাজুল ইসলাম রিপন ও আসাদ সহ প্রমুখ আইনজীবী। বাদীর বক্তব্য অনুযায়ী গত ০৪ আগস্ট ২০২৩ইং রাত ৮ ঘটিকার সময় বাদী নিজ বাসায় মোবাইলে ফেইসবুক দেখার সময় আসামীর www.com / AsadNoor.v এর Asad Noor’s blog এবং www.facebook.com /Live.AsadNoor লিংক নামীয় আসাদ নুর পেইজ থেকে একটি বাংলাদেশের নাগরিকের মাঝে শ্রেণি বিদ্বেষ ও ঘৃণা সৃষ্টি করে এবং মুসলিম ধর্মীয় অনুভুতিতে আঘাত করার ইচ্ছায় একটি ভিডিও প্রচার করিলে দেখতে পান যে, আসামী মুসলমানদের “প্রিয় নবী, বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম” এর নামে কটুক্তি ও আল-কুরআন অবমাননা করায়, বাদী চট্টগ্রাম বিজ্ঞ আদালতে মামলাটি দায়ের করেন এবং বিজ্ঞ আদালত উক্ত মামলাটি যথাযথ গুরুত্বের সহিত আমলে নেন। বাদী এবং সাথে থাকা আইনজীবীরা বিশ্বনবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম” এর নামে কটুক্তি ও কুরআন অবমাননাকারী এই আসাদুজ্জামান নুরের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।


আরো পড়ুন