• শনিবার, ১১ মে ২০২৪, ০৯:১৬ পূর্বাহ্ন

হাঙরের আক্রমণে পর্যটকের মৃত্যু

/ ১০৬ বার পঠিত
আপডেট: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ

উত্তর ক্যারিবিয়ান অঞ্চলের দেশ বাহামাসের একটি জনপ্রিয় সাঁতার স্পটে স্নোরকেলিং (ডুব দিয়ে সাঁতার কাটা) সময় হাঙরের আক্রমণে মৃত্যু হয়েছে এক পর্যটকের। হাঙরের শিকার নিহত আমেরিকান নারী পর্যটকের বয়স ছিল ৫০ বছর।

বাহামাস পর্যটন কর্তৃপক্ষ তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করে জানান, ‘গতকাল স্থানীয় সময় দুপুর ২টার দিকে রোজ আইল্যান্ডের কাছে হাঙরের আক্রমণের শিকার হন ৫০ বছর বয়সী একজন আমেরিকান মহিলা। ’

‘যুক্তরাষ্ট্রের ওই মহিলা পর্যটক ক্রুজ জাহাজের অতিথি ছিলেন।

ধারণা করা হচ্ছে হাঙরের আক্রমণের সময় একদল লোকের সাথে সাঁতার কাটছিলেন তিনি। সেখানে হাঙরের আক্রমণের শিকার হন তিনি। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও গুঁড়তর আঘাতের কারণে মারা যান তিনি। ’
এর আগেও ২০১৯ সালে একই স্থানে হাঙরের আক্রমণের শিকার হয়েছিলেন বলে দাবি করেছিলেন এক আমেরিকান পর্যটক। যদিও এই অঞ্চলে হাঙরের আক্রমণের ঘটনা বিরল।


আরো পড়ুন