• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২:৫৮ অপরাহ্ন

দক্ষিণ কোরিয়ায় সুপার টাইফুনে ১০ জনের মৃত্যু

/ ৯৬ বার পঠিত
আপডেট: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ

গত সোমবার দক্ষিণ কোরিয়ার পূর্বাঞ্চলীয় শহর পোহাং-এ আঘাত হানে সুপার টাইফুন হিন্নামনোর। যার প্রভাবে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে দেশটির রাস্তা-ঘাটের। এরইমধ্যে তলিয়ে গেছে অঞ্চলটির বিভিন্ন রাস্তাঘাট। কোথাও কোথাও ভূমিধ্বস শুরু হওয়ার খরব পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

ইয়োনহাপ নিউজ এজেন্সি অনুসারে, ‘টাইফুন হিন্নামনোর পূর্ব এশিয়ার দেশটিতে আঘাত হানার পর সোমবার থেকে এ পর্যন্ত ১০ জন মারা গেছে এবং দুজন নিখোঁজ রয়েছে। যার মধ্যে বুধবার একদিনেই ৭ জনের মৃত্যুর হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘একটি প্লাবিত ভূগর্ভস্থ কমপ্লেক্স থেকে নয়জনকে উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। যার মধ্যে সাতজন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তবে অন্য দুজনকে জীবিত উদ্ধার করা গেছে। ’

কোরিয়ার আবহাওয়া প্রশাসনের মতে, ‘টাইফুন হিন্নামনোর ছিল একটি ধ্বংসাত্মক টাইফুন যা দেশটিতে আঘাত হানার পর হাজার হাজার মানুষকে বাস্তুচ্যুত করেছে এছাড়াও দেশটিতে ব্যাহত হচ্ছে ফ্লাইট কার্যক্রম।


আরো পড়ুন