• শনিবার, ০৪ মে ২০২৪, ০৫:১৪ পূর্বাহ্ন

২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস

/ ৩৮ বার পঠিত
আপডেট: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা প্রতিনিধি: “স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়টি সামনে রেখে আসছে ২৮ এপ্রিল রবিবার সারাদেশের ন্যায় কুমিল্লায়ও জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে দেশের আপামর জনসাধারণকে সরকারি আইন সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন করার লক্ষে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৪ পালিত হবে।
তদুপলক্ষে কুমিল্লা জেলা জজ আদালত প্রাঙ্গণ হতে সকাল সোয়া ৮টায় বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আদালত অঙ্গনে এসে শেষ হবে। এরপর মেলা উদ্বোধন শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হবে।
এতে জেলা জজশীপ ও ম্যাজিস্ট্রেসির সকল বিচারক ও কর্মকর্তা-কর্মচারী, কুমিল্লা বারের বিজ্ঞ আইনজীবী ও আইনজীবী সহকারীগণসহ বিচারপ্রার্থী জনসাধারণকে যথা-সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন কুমিল্লা জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান নাসরিন জাহান এবং জেলা লিগ্যাল এইড অফিসার এফ এম শেফায়েত ছালাম।


আরো পড়ুন