• রবিবার, ১২ মে ২০২৪, ০৮:২৫ পূর্বাহ্ন

হুমকির মুখে তাইওয়ানে মার্কিন সিনেটর

/ ২৮৮ বার পঠিত
আপডেট: শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ

চীনের হুমকির মুখেও মার্কিন সিনেটর মার্শা ব্ল্যাকবার্ন তাইওয়ানে পৌঁছেছেন। বৃহস্পতিবার একটি মার্কিন সামরিক বিমানে তিনি তাইওয়ান পৌঁছান। এ নিয়ে চলতি মাসে কোনো মার্কিন সিনেটরের তৃতীয়বার তাইওয়ান সফর।

সিনেটর মার্শা ব্ল্যাকবার্নের সফরের বিষয়ে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্ল্যাকবার্নের এ সফর শনিবার শেষ হবে।

তিনি এ সময় রাষ্ট্রপতি সাই ইং ওয়েন এবং পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ এর সঙ্গে সাক্ষাৎ করবেন।
এ সফরে তাইওয়ান-মার্কিন নিরাপত্তা এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়ে আলোচন হয়ে বলে তাইয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।

এ দিকে তাইওয়ানের রাষ্ট্রপতির কার্যালয় জানিয়েছে, রাষ্ট্রপতি সাই ইং ওয়েন শুক্রবার ব্ল্যাকবার্নের সাথে বৈঠক করবেন।

এ সফরের বিষয়ে সিনেটর মার্শা ব্ল্যাকবার্ন বলেন, ‘ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাইওয়ান আমাদের সবচেয়ে শক্তিশালী অংশীদার। মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা নিয়মিত তাইওয়ান সফর করবে এটা মার্কিন নীতির অংশ। ’

এ দিকে মার্কিন সিনেটরদের তাইওয়ান সফরে চরম ক্ষুব্ধ হয় চীন।


আরো পড়ুন