• শনিবার, ১১ মে ২০২৪, ০৯:১৮ পূর্বাহ্ন

গ্রেফতার হচ্ছেন না ইমরান খান

/ ২৯৮ বার পঠিত
আপডেট: সোমবার, ২২ আগস্ট, ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ

সন্ত্রাসবিরোধী আইনে করা পুলিশের মামলায় হাইকোর্ট ইমরান খানকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত আগাম জামিন মঞ্জুর করেছেন। আজ সোমবার ইসলামাবাদ হাইকোর্টে আগাম জামিনের আবেদনের পর তা মঞ্জুর করা হয়।

গত শনিবার এক সমাবেশে ইসলামাবাদের পুলিশ প্রধান, উপপ্রধান ও একজন নারী বিচারককে নিয়ে বক্তব্য দেন পিটিআই প্রধান। তিনি তাদেরকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন।

রোববার রাতে ইসলামাবাদের মারগালা থানায় দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট আলী জাভেদ পিটিআই চেয়ারম্যানের বিরুদ্ধে এজাহারটি দায়ের করেন।
এজহার দায়েরের পরই ইমরান খানকে যেকোনো মুহূর্তে গ্রেফতার করা হতে পারে বলে গুঞ্জন উঠে। এর পরপরই তার গ্রেপ্তার ঠেকাতে রাজধানী ইসলামাবাদে তার বানিগালা বাসভবনের সামনে অবস্থান নেন শত শত নেতাকর্মী।

পিটিআই লিগ্যাল টিমের করা আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার আদালত এই জামিন মঞ্জুর করে। এর আগে করা জামিন আবেদনে বলা হয়, আদালত যখনই ডাকবে ইমরান খান তখন হাজির হতে প্রস্তুত। পিটিআইয়ের আইনজীবী ফয়সাল চৌধুরী এবং বাবর আওয়ান সাবেক এই প্রধানমন্ত্রীর পক্ষে আগাম জামিনের আবেদন করেন।


আরো পড়ুন