• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:৩১ অপরাহ্ন

মমতার হুঙ্কার, অনুব্রতকে গ্রেফতারের প্রতিবাদে

/ ১০৪ বার পঠিত
আপডেট: রবিবার, ১৪ আগস্ট, ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ

পার্থ চট্টোপাধ্যায়ের পাশে না দাঁড়ালেও এবার বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ালেন খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‌
অনুব্রতকে গ্রেফতারের প্রতিবাদে মমতার হুঙ্কার

দক্ষিণ কলকাতার এক অনুষ্ঠানে রোববার (১৪ আগস্ট) সন্ধ্যায় অনুব্রত মণ্ডলের গ্রেফতার নিয়ে কড়া ভাষায় কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন। তৃণমূলপ্রধান বলেন, ওরা আমাকে ভয় পায়। ‌ যদি ভয় পায়, তবে আমাকে মেরে ফেলুক। ‌কোনদিনও মাথা নত করবো না। ‌

তিনি বলেন, ঝাড়খন্ড সরকারকে ফেলে দেয়ার ষড়যন্ত্র করেছিল বিজেপি। কিন্তু তা আমি হতে দিইনি বলে ওরা আমার বিরুদ্ধে ক্ষেপেছে। মমতা প্রশ্ন রাখেন, অনুব্রতকে কেন গ্রেফতার করা হয়েছে?‌ তৃণমূলকে দুর্বল করার চেষ্টা চলছে, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব না। ‌


আরো পড়ুন