• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৪:৪৪ অপরাহ্ন

মহাসড়ক অবরোধ মোটরসাইকেল চালকদের

নিজস্ব প্রতিবেদক / ১২১ বার পঠিত
আপডেট: শনিবার, ৬ আগস্ট, ২০২২

তেলের দাম বাড়ানোর ঘোষণার পর ফিলিং স্টেশন থেকে তেল সরবরাহ না করায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন মোটরসাইকেল চালকরা। এতে মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকায় যানজট দেখা দিয়েছে।

আজ রাত ১১টার গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের স্টার ফিলিং স্টেশনের সামনে তারা মহাসড়ক অবরোধ করেন।

অবরোধের ব্যাপারে কথা হলে বাইক চালক আরিফ জানান, সরকার তেলের নতুন দাম নির্ধারণ করেছে।
তা কার্যকর হওয়ার কথা রাত ১২টা থেকে। কিন্তু সরকার ঘোষণা দেওয়ার পরপরই স্টার ফিলিং স্টেশন তেল সরবরাহ বন্ধ করে রাখে। প্রতিবাদ করলেও স্টার ফিলিং কর্তৃপক্ষ তেল দেওয়া শুরু করেনি। তাই আমরা মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছি।

অবরোধের সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। রাত ১২টা পর্যন্ত পুরোনো দরে তেল সরবরাহের কথা বলা হয়েছে।

স্টার ফিলিং স্টেশনের ব্যবস্থাপক সোহেল রানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। ক্যাশ কাউন্টারে থাকা ব্যক্তিও এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।

 


আরো পড়ুন