• শুক্রবার, ১০ মে ২০২৪, ০৫:৪৬ পূর্বাহ্ন

ঝালকাঠি চেম্বার অব কমার্স এর আয়োজনে ঈদ পূনর্মিলনী ও মত বিনিময় অনুষ্ঠান

/ ৩৬ বার পঠিত
আপডেট: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
ঝালকাঠি চেম্বার অব কমার্স এর আয়োজনে ঈদ পূনর্মিলনী ও মত বিনিময় অনুষ্ঠান

রিয়াজুল ইসলাম বাচ্চু: ঝালকাঠি চেম্বার অব কমার্স এর আয়োজনে ঈদ পূনর্মিলনী ও মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে ঝালকাঠির পূর্বচাদকাঠিস্থ ইশারা কমিউনিটি সেন্টারে ঝালকাঠি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মুঃ মুনিরুল ইসলাম এর সভাপতিতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী এ্যাডভোকেট আলহাজ্ব আমির হোসেন আমু এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোঃ শাহ আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মাহাবুব হোসেন, আলহাজ্ব সালাহ্ উদ্দিন আহাম্মেদ সালেক। এছাড়াও আরো বক্তব্য রাখেন চেম্বার অব কমার্সের পরিচালক প্রনব কুমার ভানু, ঠিকাদার মতিউর রহমান মতি ও মঞ্জুর মোর্শেদ লিটু প্রমুখ। এসময় ঝালকাঠি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির তিন শতাধিক ব্যবসায়ি সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি প্রধান অতিথির বক্তব্যে বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসারের লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করায় দেশীয় পণ্য আজ বিদেশে সমাদৃত হচ্ছে। তিনি আরো বলেন, ঝালকাঠিকে প্রাচ্যের কলকাতা বলা হতো। ঝালকাঠির সেই ঐতিহ্য আবার ফিরিয়ে আনতে হবে। তিনি ঝালকাঠি চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দের বক্তব্যের সাথে সংহতি প্রকাশ করেন।”


আরো পড়ুন