• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৫:৫৮ অপরাহ্ন

১লা বৈশাখ বাংলা নববর্ষ মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান: এসো হে বৈশাখ

/ ৪৯ বার পঠিত
আপডেট: রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
১লা বৈশাখ বাংলা নববর্ষ মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এসো হে বৈশাখ

নিজসস্ব প্রতিবেদক:
আজ রবিবার (১লা বৈশাখ) বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গল শোভাযাত্রাটি সকাল ০৯.০০ মিনিটে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ হতে বের হয়ে শহরের প্রাণকেন্দ্র কান্দিরপাড় প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় দেখেন এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরনী করেন।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ.ক.ম. বাহাউদ্দিন বাহার, সংসদ সদস্য, কুমিল্লা-৬, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার পুলিশ জনাব আব্দুল মান্নান বিপিএম (বার) ও কুমিল্লা সিটি কর্পোরেশন মেয়র তাহসিন সূচনা বাহার। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক জনাব খন্দকার মু. মুশফিকুর রহমান।


এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ কামরান হোসেন , অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জেলা প্রশাসন, জেলা পুলিশ ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আরো পড়ুন