• বুধবার, ০৮ মে ২০২৪, ১১:৫৯ অপরাহ্ন

ডিসেম্বরের ল্যাম্পপোস্ট “কবি” সুফিয়া ডেইজি

/ ৫৫ বার পঠিত
আপডেট: শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩

দগ্ধ আগুনে ভিজিয়ে নিজেকে
নিলো বুক পেতে ঝঞ্জাট যত
নিজের জন্য নয় ভাইয়ের জন্য
একটা মায়ের কোল ছুঁয়ে দিতে
আজ তারা শহিদ গাজী।

অথচ নগ্নতায় ভর করে
যে বীর দিয়েছে বুক তাঁর ঋণ
আজ ভুলে যায় বেমালুম।
ডিসেম্বর এসেছে মার্চের মুখে
বুক পাতা সাহস বেচে।

ফিরতে চাইনা আমরা আর
কোনো ডিসেম্বরে খালি হাতে
সেই সলিট পায়ের নিচের মাটিটুকু
হাতে ধরিয়ে দেবার জন্য আঁধার
রাতের ল্যাম্পপোস্ট হলেন ভাই।

খুব ভোরে হালকা কুয়াশায় দেখো
ভাই কেমন মলিন ভাবে চেয়ে আছে
ঠিক তোমার সামনের গলির
ফ্যাকাসে ল্যাম্পপোস্টটার রূপ ধরে।

ভাই জানান দেন তাম্র আলোর চিপায়
ভাইয়ের আত্না আজও ভীষণ উদাস
প্রশ্ন ছুড়ে এ জন্য ই কি আলো হলাম?
আমার মায়ের যত্ন নিও, দিও
সম্মান টুকু, ভাইয়ের বোনের মুখের
হাসি, নিজের ভেবো পরে ব্যস
এইটুকুই তো শ্রদ্ধাঞ্জলি প্রাপ্য আমার ছিলো , দিবে বলো আমায়?
আর ফিরতে চায়না আমি ডিসেম্বরের শহর হয়ে শুধুই স্মৃতিপাড়ায়।


আরো পড়ুন