• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৮:৩৭ পূর্বাহ্ন

গোমতী নদী হুমকিতে প্রতিরক্ষা বাঁধ- বিলীন হচ্ছে ফসলি জমি ও গাছগাছালি!

/ ৯২৩ বার পঠিত
আপডেট: শনিবার, ৯ নভেম্বর, ২০১৯

রিপোর্টার এম কে নূর আলমঃ- কুমিল্লা গোমতী নদীতে উচ্চ ক্ষমতাসম্পন্ন ড্রেজার মেশিনে বালু উত্তোলন করায়,গভীর গর্তে বিলীন হচ্ছে ফসলি জমি ও গাছগাছালি,কৃষক দের চোখে পানি!

সরজমিনে জানাগেছে,কুমিল্লা সদরের পালপাড়া থেকে সীমান্তবর্তী গোলাবাড়ি পর্যন্ত গোমতী নদীতে শতাধিক মেশিনে বালু উত্তোলন ও চরের মাটি কাঁটার প্রতিযোগিতা চলছে।গোমতীর উভয় পাড়ে ২০টিরও অধিক মাহালে তা বিক্রি হচ্ছে।
ভারত থেকে আসা গোমতী নদীর পানি বাড়লেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে শহর রক্ষা বাঁধ।
স্থানীয়রা জানায়, দিবারাত্রি গোমতীর বালু ও চরের মাটি ভর্তি ট্রাক্টর ও ড্রামট্রাকে রাস্তা গুলো ভেঙে ধুলোবালি জনজীবন দুর্বিষহ।গোমতী নদীর পাঁচথুবী ও সংরাইশ অংশে তোলা ছবি এম কে নূর আলম।


আরো পড়ুন