• বুধবার, ০৮ মে ২০২৪, ০৭:৩০ পূর্বাহ্ন

ভালো নেই উত্তরের নদীগুলো

/ ৮০ বার পঠিত
আপডেট: রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

বিশ্ব নদী দিবস আজ। দখল, দূষণ আর অপরিকল্পিত নগরায়ণে দিন দিন কমছে আমাদের নদীর সংখ্যা। ‘নদী একটি জীবন্ত স্বত্ত্বা’ দেশের নদ-নদীগুলো বাঁচাতে সম্প্রতি উচ্চ আদালত থেকে এসেছে এমন স্বীকৃতি। কিন্তু তারপরও ভালো নেই উত্তরের নদীগুলো।

নদী বাঁচাতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ।  

রিভারাইন পিপল এর মহাসচিব শেখ রোকন ও নদী গবেষক মাহবুব জানান, সম্প্রতি উচ্চ আদালত থেকে তুরাগ নদকে জীবন্ত সত্ত্বা ঘোষণা করা হয়। এতে করে দেশের সব নদ-নদী, খাল-বিল ও জলাশয় রক্ষার জন্য জাতীয় নদী রক্ষা কমিশনকে আইনগত অভিভাবক ঘোষণা করেন হাইকোর্ট। কিন্তু তারপরও ভালো নেই উত্তরের নদীগুলো।

এক সময় উত্তরের ১৬ জেলায় ছোট-বড় মিলিয়ে ২৫০টি নদ-নদী ছিল। এখন তা নেমে এসেছে অর্ধশতের ঘরে। একদিকে দূষণ, অন্যদিকে দখল-বিপন্নপ্রায় নদীগুলো।  

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক মিজানুর রহমান জানান, নদী রক্ষায় আইন থাকলেও তার প্রয়োগ নেই। সঠিক পরিকল্পনার অভাব রয়েছে।  

মানুষের অচেতনতা আর দখলদারিত্ব মনোভাবের কারণে প্রতিনিয়ত বিলীন হচ্ছে নদী। তাই নদী রক্ষায় আরও সক্রিয় পদক্ষেপের দাবি করেছেন পরিবেশবাদীরা।


আরো পড়ুন