• বুধবার, ০১ মে ২০২৪, ০৪:৩৪ পূর্বাহ্ন

বারে আগুন লেগে ১২ জনের মৃত্যু

/ ৯৪ বার পঠিত
আপডেট: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ

দক্ষিণ ভিয়েতনামের একটি বারে আগুনে লেগে কমপক্ষে ১২ জন মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এছাড়াও ওই ঘটনায় ৪০ জন আহত হয়েছে বলে জানিয়েছে, দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

ভিয়েতনামের সরকারি নিউজ এজেন্সি অনুসারে, ‘হো চি মিন সিটির কাছে শিল্প উৎপাদন কেন্দ্র বিন ডুং প্রদেশের বারে মঙ্গলবার রাতে আগুন লাগে। এতে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে।

এছাড়াও আহতদের মধ্যে ১১ জনের অবস্থা বেশ গুরুতর। ’

একজন প্রত্যক্ষদর্শী জানান, ‘যখন আগুন লাগে, আমি খুব আতঙ্কিত হয়ে পড়ি এবং নিরাপত্তার জন্য দৌড়ে পালায়। কীভাবে ঘটনাটি ঘটেছিল তা মনে করতে পারছি না। ’

দেশটির প্রধানমন্ত্রী ফাম মিন চিন বুধবার জননিরাপত্তা স্বার্থে প্রাদেশিক কর্তৃপক্ষকে আগুনের কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন। এছাড়াও দেশটির শহর ও প্রদেশগুলিতে অবস্থিত কারাওকে বার সহ অনন্য আগুনের ঝুঁকিপূর্ণ স্থানগুলো সুরক্ষা মান নিশ্চিত করার পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

ভিয়েতনামের কারাওকেগুলি খুব জনপ্রিয়, তবে সম্প্রতি এই স্থানগুলোতে নিরাপত্তার মান উদ্বেগ বাড়িয়েছে। গত মাসেও হ্যানয়ের আরেকটি কারাওকে বারে আগুন লেগে তিন দমকলকর্মী নিহত হওয়ার ঘটনা ঘটেছিল।


আরো পড়ুন