• বুধবার, ০৮ মে ২০২৪, ০৩:২৯ পূর্বাহ্ন

আকন বাড়ির মেইন রাস্তা থেকে শানু হাওলাদার বাড়ি পযর্ন্ত রাস্তার বেহাল অবস্থায় !

রিপোর্টার:- মোঃ আনোয়ার হোসেন / ২৬০ বার পঠিত
আপডেট: সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

পটুয়াখালী জেলা ও গলাচিপা উপজেলার যে মহাসড়ক হতে সংযোগস্থল. আকন বাড়ির মসজিদ থেকে শানু হাং পযর্ন্ত অর্ধভাঙা ও বিভিন্ন স্হানে অনেক বড় বড় গর্ত তৈরি হয়েছে.এটি দেখার মত কোন মেম্বার চেয়ারম্যান সহ উপজেলার কোন কর্মকর্তা নেই.এই রাস্তাটি দিয়ে দৈনিক হাজার হাজার ছাত্রছাএী.বৃদ্ধ.বয়ঙ্ক.সহ অনেক মা বোন চলাফেরা করে.অনেক সময় অসুস্থ মা বোনকে সু চিকিৎসা দেয়ার জন্য উপজেলা ও জেলা হাসপাতালে জরুরী নিয়ে আসা সম্ভব নয়.বর্ষাকালে নৌকায় বা সাতারকেটে চলাফেরা করতে হয়.কিছুদিন আগে এই আসনের বতর্মান এমপি এস এম শাহাজাদা সাহেব.রাস্তাটির জন্য প্রায় দুলক্ষ টাকার বরাদ্দ দিয়ে থাকেন মাটির কাজের জন্য কিন্তুু জনগণের ভাগ্যের কি পরিহাস উক্ত রাস্তাটি এমপি সাহেবের ব্যক্তিগত মনোনীত ইউনিয়ন যুবলীগ সহ সভাপতি ইমাম মৃধাকে কাজটি দিয়ে থাকে যাতে রাস্তাটি ঠিক ভাবে কাজ হয় এবং জনগণের যাতায়াত ভাল হয়.কিন্তুু দুংখের বিষয় ঐ রাস্তাটিতে এই ইমাম হোসেন মৃধা সরকার দলের লোক ও এমপি সাহেবের কাছের মানুষ দেখিয়ে মাএ দশ হাজার টাকার কাজ করে বাকী টাকা নিজের পকেটে রেখে দেয়.আজ পযর্ন্ত কোন চেয়ারম্যান. কোন মেম্বার.কোন স্হায়ানী লোকজন এ ব্যাপারে জিগ্গেস পযর্ন্ত করেনি কারণ তিনি বতর্মান এমপি শাহজাদা সাহেবের বিশ্বাস্ত লোক যদি কিছু বলতে যায় তাহলে অনেক হুমকি ধামকি দেয় ও দিয়েছে !

অনেক সময় বতর্মান এমপির কাছে ইউনিয়নের নেতা কর্মীদের নামে মিথ্যা বানোয়াট কথা বলে এদের দুরে সরিয়ে রাখে.এই ইমাম মৃধা এই ইউনিয়নের সরকারের অনেক উন্নয়ন কাজের টাকা বিভিন্ন ভাবে অনেক কৌশলে টাকা হাতিয়ে নিয়েছে.তাই বতর্মান এই রাস্তাটি অনেক জরুরী উক্ত রাস্তাটি যত তারাতারি সম্ভব নির্মান করার অনুরোধ রইল.উপজেলা নির্বাহী প্রকৌশলীর কাছে যাতে জনগণ চলার উপযোগী করে দেওয়া হয় !


আরো পড়ুন