• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১০:০৬ অপরাহ্ন

ইসরায়েলকে বয়কটের আইন বাতিল করলো আমিরাত

/ ৩১৬ বার পঠিত
আপডেট: শনিবার, ২৯ আগস্ট, ২০২০
ইসরায়েলকে বয়কটের আইন বাতিল করলো আমিরাত
ইসরায়েলকে বয়কটের আইন বাতিল করলো আমিরাত

অর্থনৈতিকভাবে ইসরায়েলকে বয়কটের একটি আইন বাতিল করেছে সংযুক্ত আরব আমিরাত। আজ শনিবার ১৯৭২ সালের ওই আইন বাতিল করে একটি ডিক্রি জারি করেছে আমিরাত। খবর আল আরাবিয়ার।

আমিরাতের সরকারি সংবাদ সংস্থা ওয়াম জানিয়েছে, আজ শনিবার সংযুক্ত আরব আমিরাতের শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান এই ডিক্রি ইস্যু করেছেন।

গত ১৩ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক স্বাভাবিকের ব্যাপারে সম্মত হয়েছে। ঐতিহাসিক ওই চুক্তির পর সম্পর্ক স্বাভাবিকের ব্যাপারে কাজ করে যাচ্ছে উভয় দেশ।

এদিকে ওই আইন বাতিলের ফলে আমিরাতের ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তি ইসরায়েলের সঙ্গে বাণিজ্যচুক্তি সই করতে পারবে। এছাড়া স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে ইসরায়েল ও আমিরাত।

অন্যদিকে আগামী সোমবার থেকে ইসরায়েল ও আমিরাতের মধ্যে বিমান চলাচল শুরু হচ্ছে। একটি অনলাইন ফ্লাইট টাইমটেবিল অনুযায়ী, ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে ইসরায়েলের এল আল এয়ারলাইন্সের একটি ফ্লাইট সোমবার আমিরাত পৌঁছাবে.


আরো পড়ুন