• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১২:৫৩ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু খুনির জন্মস্থান নওগাঁর বর্ষাইল ইউনিয়নে জাতীয় শোক দিবস পালিত 

/ ৩২৭ বার পঠিত
আপডেট: রবিবার, ১৬ আগস্ট, ২০২০

নওগাঁ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে (অস্থায়ী বেদীতে) পুষ্পস্তবক অর্পন, শোক র্যা লী, আলোচনা সভা, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নওগাঁ জেলার সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নে বঙ্গবন্ধুর ৪৫ শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
উল্লেখ্য এই ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি কর্নেল (সেই সময়ে মেজর) সৈয়দ ফারুক রহমানের জন্মস্থান।
শনিবার (১৫ আগষ্ট) বিকেল ৫টায় বর্ষাইল ইউনিয়ন আয়োজনে আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন বর্ষাইল ইউনিয়ন আয়োমীলীগে সাধারণ সম্পাদক আব্দুল বারী বেলু, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আহসানুর রহমান সোহাগ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি গোলাম মোরশেদ, বর্ষাইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাসান আলী।
এর আগে বঙ্গবন্ধুর অস্থায়ী বেদীতে ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পন, ইউনিয়ন পরিষদে জাতীয়, দলীয় ও কালো পতাকা অর্ধনমিত উত্তোলন, শোক র্যা লী ও দোয়া অনুষ্ঠিত হয়।


আরো পড়ুন