• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১১:২৯ অপরাহ্ন

শিশুর মুজিব – কবিতা

/ ১১৯ বার পঠিত
আপডেট: বুধবার, ১৫ মার্চ, ২০২৩

সুফিয়া ডেইজি:-
সফিক: মা,মা,ও মা,রবার্ট রিও খেলতে নিচ্ছেনা, চলো মা তুমি বলে দিবে যেন আমার খেলা নেয়।
মা: থাক বাবা খেলতে হবে না।
সফিক:কেনো মা তুমি নিষেধ করো।
মাঠ কি শুধু ওদের কেনা?
সেদিন ওরা আমার বই ছিঁড়েছে,
রাস্তায় ছুঁড়ে ফেলেছে,
আজ বকেছে,কাল মেরেছে,
নিজের মাঠ থেকে দূর করেছে,
মা:ওরা আমাদের রাজার ছেলে,
কিছু ভুলে লাথি মিলে,
মাঠ থেকে সব ফসল নিবে,
কি করে বল বাঁঁচবি তবে?
সফিক:মা মা শুনছো? আজ তো বলেই দিলো,
স্কুলে তোর জায়গা কোথায়?
পড়ে কি তুই লাট হবি?
সেই তো মাঠে কাজ করবি।
ভাত কেড়েছে,সাথ কেড়েছে,
শিশু তবু হক কেড়েছে,মাগো আর কত?
মা: তোর তো জ্বরে পুড়ছে গা,ওষুধ কোথা?
রোদ,ক্ষরা,আর পানির অভাব,
ফসল গেলো কমে তেভাগ,
নিয়ে গেলো লুটে শভাগ,
শেখ মুজিব:নীরব বিচরণে,
জানছি সংগোপনে,
রাত যে আমায় দেয়ন ঘুম ছটফটনে,
ক্ষুব্ধ প্রাণ,রূদ্ধআওয়াজ,ক্ষুধার রাজ্য
নিজের পেটটা কেমনে ভরায়?
(সমাবেশে দাঁড়িয়ে মুজিব)
শোনো সব ভাই ও বোনেরা,আমি সারাবাংলার সবাইকে
সুখি দেখতে চায়,
নিজ নিজ অধিকার নিয়ে বাঁচতে দেখতে চায়, না না আর নয় লাঞ্চনা বঞ্চনা,
সময় এসেছে রুখে দাঁড়াবার!
আমাদের অধিকার আদায়ে আমাদেরকেই এক হয়ে প্রতিবাদ করতে হবে, ভাবতে হবে আমরা জিদবোই!সকল জনতা এক হয়,
যার যা আছে তা নিয়েই প্রস্তুত থাকি,তবু আমরা দেশকে নিজের করে রাখি। রক্ত দিয়েছি আরও দিবো,দেশকে শত্রুমুক্ত করে ছাড়বো
ইনশাআল্লাহ!
মা: দেখো মুজিব, আজ বাংলার শিশুরা পেট ভরে ভাত খায়,খেলার মাঠ পায়,বিদ্যালয়ে খেলার ছলে আলো পায়! নিজ অধিকার শক্ত হাতে রাখার শক্তি পায়,আল্লাহ তোমায় বেহেস্ত নসিব করুন!
সকলেই এই দোয়া চায়!


আরো পড়ুন