• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০১:৩৫ পূর্বাহ্ন

দেশে কোনো আলেম কারাগারে নেই : হাসানুল হক ইনু

/ ১০৬ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩

জাতীয় সমতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, দেশে কোনো আলেম কারাগারে নেই। যারা কারাগারে রয়েছেন, তারা প্রত্যেকে খুনি-ধর্ষণকারী ও বিভিন্ন অপরাধে অপরাধী। ধর্মপ্রচারের জন্য কাউকে কারাগারে পাঠানো হয়নি।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, বিএনপি যে ১০ দফা ও ২৭ দফা দিয়েছে তার মধ্যে গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে। এগুলো হলো অস্বাভাবিক সরকারকে ক্ষমতায় আনা, যথা সময়ে নির্বাচন বন্ধ করার, ১৯৭১ ও ১৯৭৫ এর খুনি, রাজাকার, জঙ্গি, জামায়াতের পক্ষ অবলম্বন এবং সাজাপ্রাপ্ত দুর্নীতিবাজ, যুদ্ধাপরাধী, জঙ্গি, খুনি ও সন্ত্রাসীদের মুক্ত করার ষড়যন্ত্র।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশকে এগিয়ে নিতে রাতদিন কাজ করছেন তখন বিএনপি-জামায়াত দেশকে এগিয়ে নেওয়ার পথে কাঁটা ছড়াচ্ছে। এ ছাড়া প্রশাসনের ভেতর নব্য রাজাকাররা মাকড়সার জাল বুনছে। সরকারের ভেতর দুই একটা খন্দকার মোস্তাকের ভূত ঢোকার চেষ্টা করছে। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীকে সাবধান হওয়ার পরামর্শ দেন।


আরো পড়ুন