• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ন

স্বরুপকাঠীর ইন্দুরহাট বাজার অভিযানে পাঁচটি দোকানে জরিমানা!

/ ২৪৫ বার পঠিত
আপডেট: শনিবার, ৯ নভেম্বর, ২০১৯

সুমন খান স্বরুপকাঠী প্রতিনিধিঃ- পিরোজপুর নেছারাবাদ স্বরুপকাঠীর ইন্দুরহাট বাজারে বিশেষ অভিযানে, এবং ভোক্তা অধিকার আইন সংরক্ষন অধিদপ্তর থেকে নিয়মিত বাজার অভিযান পরিচালিত হয়।এরই অংশ হিসাবে বরিশাল জাতীয় ভোক্তাঅধিকার সংরক্ষণ বরিশাল বিভাগীয় কার্যলয় কর্তৃক স্বরুপকাঠী উপজেলায় ইন্দুরহাট বন্দরে বাজার অভিযানে পাঁচটি দোকানে মোট ২২,০০০ টাকা জরিমানা করা হয়।বাজার অভিযানে নেতৃত্ব দেন সুমী রানী মিত্র, সহকারী পরিচালক ভোক্তা অধিকার আইন সংরক্ষণ অধিদপ্তর, বরিশাল বিভাগীয় কার্যলয়।উপজেলা স্যানেটারী অফিসার নিরাপদ খাদ্য পরির্দশক মোঃ জাকির হোসেন। ক্যাবের বরিশাল বিভাগীয় সদস্য এবং প্রশাসনিক সহায়তায় ছিলেন নেছারাবাদ থানার এ এস আই নুরুল ইসলাম, এস আই রাজিব, স্থানিয় সাংবাদিকগন।

এসময় জগত সাহা মিষ্টিভান্ডারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য তৈরী ও সংরক্ষণ করার অপরাধে দশ হাজার টাকা ও সাহা মিষ্টান্ন ভান্ডারে চার হাজার টাকা, এবং ঢাকা মিষ্টান্ন ভান্ডারে দুই হাজার টাকা, সহ বাদল মিয়ার হোটেলে দুই হাজার টা, পাশাপাশি সাকিব মেডিকেলহল ফার্মেসিতে মেয়াদ উত্তিন্ন ঔষধ রাখার অপরাধে চার হাজার টাকা, সহ সর্বমোট বাইশ হাজার টাক জরিমানা করা হয়।


আরো পড়ুন