• সোমবার, ০৬ মে ২০২৪, ০৭:৪৬ পূর্বাহ্ন

জেলেনস্কির সাথে মোদির ফোনালাপ, পরমাণু হুমকি নিয়ে উদ্বেগ

/ ৯৬ বার পঠিত
আপডেট: বুধবার, ৫ অক্টোবর, ২০২২
জেলেনস্কির সাথে মোদির ফোনালাপ, পরমাণু হুমকি নিয়ে উদ্বেগ

সমসাময়িক নানা বিষয় নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে। এসময় পরমাণু হুমকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মোদী।

মঙ্গলবার (৪ অক্টোবর) ওই ফোনালাপের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। মোদীর কার্যালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়, দুই দেশের প্রধান চলমান সংকটে সংলাপ ও কূটনৈতিক উপায়ে সমাধানের আহ্বান জানিয়েছেন। তবে এই সংকট সমাধানে সামরিক তৎপরতা বৃদ্ধি ইতিবাচক বলে মনে করছেন না মোদী।
আলাপে ইউক্রেনকে যে কোনো প্রকার সহযোগিতা দেয়া হবে বলেও নিশ্চিত করেন মোদী। এ বিষয়ে ভারত প্রস্তুত বলেও জানান তিনি। এসময় ইউক্রেনের পারমাণবিক স্থাপনাগুলো নিয়ে আশঙ্কা প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী।

তবে বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনে হামলায় সরাসরি রাশিয়ার বিরোধিতা না করে মোদী জেলেনস্কিকে সহায়তা প্রদানের কথা বলছেন। এটা স্পষ্টত দ্বিমুখীভাব বলেও গণ্য। অন্যদিকে জাতিসংঘে রাশিয়ার বিপক্ষে আনা কোনো প্রস্তাবের পক্ষেও ভোট দেয়নি ভারত। উপরন্তু রাশিয়া থেকে প্রচুর পরিমাণে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে দেশটি।


আরো পড়ুন