• বুধবার, ০৮ মে ২০২৪, ১২:০১ পূর্বাহ্ন

দেশের উন্নয়নে আমাদের একটা ইউনিটি দরকার: পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

অনলাইন ডেস্ক / ৩৫৩ বার পঠিত
আপডেট: রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন,  দেশে সম্পদ বেড়েছে। কোন দল করি এটা বড় বিষয় না, দেশ তো একটাই। দেশের উন্নয়নে আমাদের একটা ইউনিটি দরকার।

তিনি বলেন, আমরা স্বাধীনতার স্বাদ ভোগ করছি।

সঠিক সময়ে আল্লাহ আমাদের বঙ্গবন্ধুকে দিয়েছিলেন। পাকিস্তান আমাদের শেষ করে গেছে। বঙ্গবন্ধু আমাদের স্বাধীন দেশ দিয়েছেন। বঙ্গবন্ধুকে স্মরণ করতে হবে। সব থেকে অপরাধবোধ তাকে আমরা হত্যা করেছি, এই অপরাধ বোধ সবসময় বয়ে বেড়াতে হবে।

অনুষ্ঠানে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্স ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক ডা. এম এ রশীদ, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক একে আজাদ খান, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্ম সাইফ উদ্দিন, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক মাহমুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

রোববার (২৬ ডিসেম্বর) রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে মেজর সালেক চৌধুরী বীর উত্তম কানফারেন্স হলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনা মন্ত্রী বলেন, প্রতি মঙ্গলবার আমরা একনেক সভায় বসি। সভায় অনেকগুলো গেম চেঞ্জিং প্রকল্প নেওয়া হচ্ছে। তবে অনেক অপচয় হচ্ছে, দুর্নীতিও হচ্ছে, এটা বলে লাভ নেই। কিন্তু সবকিছু ছাপিয়ে উন্নয়নের একটা সূর্যোদয় হয়েছে, একটা মহা উন্নয়ন দেখা দিচ্ছে।


আরো পড়ুন