• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১০:০১ পূর্বাহ্ন

ঝিনাইদহে করোনা ও উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু !

অনলাইন ডেস্ক / ১৬৪ বার পঠিত
আপডেট: শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৩ জন।

সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, আজ শুক্রবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ১৯৭ টি নমুনার ফলাফল এসেছে। এদের মধ্যে ৭৩জনের ফলাফল পজেটিভ এসেছে। আক্রান্তের হার ৩৭ দশমিক ৫ ভাগ।

এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৬ হাজার ৮২৩জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ হাজার ৬ জন। সুস্থতার সংখ্যা বাড়েনি। ২৪ ঘণ্টায় সদর হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১ জন ও সদর হাসপাতালে উপসর্গ নিয়ে ১জন মারা গেছেন। বর্তমানে হাসপাতালে করোনা ওয়ার্ডে ৬০জন ও আইসোলেশনসহ চিকিৎসাধীন রয়েছেন ৮৭ জন।

সরকারি হিসাবে এ নিয়ে করোনায় জোলায় মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ১৭৯ জন। ৬টি উপজেলা সদরে ১৩৬, শৈলকূপায় ১৫, কালীগঞ্জে ১০,কোটচাঁদপুরে ৫, হরিনাকুণ্ডুতে ৭ ও মহেশপুরে ৬ জন।


আরো পড়ুন