• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০১:৫২ পূর্বাহ্ন

কুমিল্লা দেবিদ্বারে ০১টি দেশীয় পিস্তল ও ১০০পিস ইয়াবাসহ গ্রেফতার ০১

/ ৯০ বার পঠিত
আপডেট: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

গত ১৫/০৯/২০২৩ ইং তারিখ দেবিদ্বার থানায় কর্মরত এসআই/নিশান চন্দ্র বল, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দেবিদ্বার থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাকালে ১৫/০৯/২০২৩ইং তারিখ বিকাল ০৫.৩০ মিনিটের সময় বড়শালঘর গ্রামে অবস্থানকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দেবিদ্বার থানাধীন ০১নং বড়শালঘর ইউপির ইষ্টগ্রাম সাকিনস্থ নিউ সজীব ব্রিকস্ ফিল্ডের পশ্চিম পাশ্বে জনৈক আলমগীর হোসেন এর চায়ের দোকানের সামনে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের উপর অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র নিয়ে গাড়ীর জন্য অপেক্ষা করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে এসআই/নিশান চন্দ্র বল, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সহ মাদকদ্রব্য উদ্ধারের নিমিত্তে অদ্য ১৫/০৯/২০২৩খ্রিঃ তারিখ বিকাল ০৫.৫৫ মিনিটের সময় উক্তস্থানে পৌঁছামাত্র ০১জন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পায়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উপর্যুক্ত আসামীকে আটক করেন। তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে উক্ত আসামী মোঃ আনোয়ার হোসেন(৩০), পিতা-মৃত হারুনুর রশিদ, মাতা-জাহানারা বেগম, গ্রাম- বড় শালঘর (উত্তরপাড়া, ইউনুছ মাষ্টারের বাড়ী), থানা- দেবীদ্বার, জেলা- কুমিল্লা এর দেহ তল্লাশী করে তার ডান পায়ের গোড়ালীর উপরে পরিহিত প্যান্টের ভিতর বিশেষ কায়দায় স্কচটেপ দ্বারা পেচানো অবস্থায় ০১(এক)টি দেশীয় তৈরী পিস্তল এবং তার পরিহিত প্যান্টের ডান পকেটের ভেতর ০১টি খাকী রংয়ের স্কচটেপ দ্বারা পেচানো অবস্থায় ০১ (এক) টি নীল রংয়ের এয়ার টাইট প্যাকেটের ভেতরে ১০০ (একশত) পিছ ইয়াবা ট্যাবলেট পেয়ে উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করেন।


এ ঘটনায় দেবিদ্বার থানায় এজাহার দায়ের করলে (ক) দেবিদ্বার থানার মামলা-১২, তারিখ- ১৫ সেপ্টেম্বর, ২০২৩; ধারা- “The Arms Act-1878” এর 19-A রুজু করা হয়।
(খ) দেবিদ্বার থানার মামলা-১৩, তারিখ- ১৫ সেপ্টেম্বর, ২০২৩; ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারনির ১০(ক) রুজু করা হয়।


আরো পড়ুন