• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:৫৭ পূর্বাহ্ন

টাকার বিনিময়ে চার্জশিট থেকে প্রধান আসামির নাম উধাও!

অনলাইন ডেস্ক / ৩৬১ বার পঠিত
আপডেট: বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

টাকার বিনিময়ে চাঁদাবাজি মামলা থেকে প্রধান আসামির নাম কর্তনের অভিযোগ উঠেছে পুলিশের এক এসআইয়ের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে রাজধানীর রমনা মডেল থানায়।

গত ২ মার্চ বিকাল সাড়ে ৪ ঘটিকায় মৌচাক ফরচুন শপিংমলের ৯ম তালায় দৈনিক সরেজমিন বার্তার অফিসে হামলার ঘটনা ঘটে।

হামলাকারিরা অফিসটিতে ডুকে মূল্যবান মালামাল এবং পত্রিকাটির সম্পাদক ও প্রকাশককে তুলে নিয়ে যায়। তার মুক্তির জন্য ১৫ লক্ষ টাকা দাবি করে সন্ত্রাসীরা।

এসময় পত্রিকাটি থেকে জরুরী সেবা ৯৯৯ এ কল করে সহযোগীতা চাইলে স্থানীয় থানা পুলিশ তাকে উদ্ধার করে।

এই ঘটনার সম্পূর্ণ ভিডিও ফুটেজ পর্যালোচনা করে একটি অপহরণ ও চাঁদাবাজির মামলা নথিভুক্ত করে রমনা মডেল থানা পুলিশ।

মামলায় মো.মোশারফ হোসেনকে (৪৮), নিবিড় হোসেন, আবির হোসেন, রাকিব, পারবেজ, নাজমূলকে পেনালকোড ১৮৬০এর ১৪৩/৪৪৮/৩৫৬/৩৪২/৩৮৫/৩২৩/৫০৬ দারায় পর্যায়ক্রমে আসামি করা হয়।

উক্ত মামলার মূল (১ নম্বর) আসামি মো.মোশারফ হোসেনকে (৪৮) বাদ দিয়েই আদালতে চার্জশীট দাখিল করে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাসুম।

টাকার বিনিময়ে মামলা থেকে প্রধান অভিযুক্তকে বাদ দেয়ার বিষয়ে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা এসআই মাসুম জানান, আদালতে নারাজি দিয়ে পুনরায় মামলার তদন্ত করার সুযোগ আছে।


আরো পড়ুন