• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:৪১ পূর্বাহ্ন

চসিক প্রশাসক এর উদ্যোগে আজ কলঙ্ক মুক্তহলো দীর্ঘ দিনের দখলদারিত্বে থাকা শহিদ মিনার।

রিপোর্টার সোহাগ আরফিন / ৩৪৩ বার পঠিত
আপডেট: সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

বন্দরনগরী চট্টগ্রামের হালিশহর থানাধীন, এস ক্লাব মোড় শহীদ মিনার সংলগ্ন আশপাশ এলাকায় অবৈধ দখলদারদের দোকানপাট উচ্ছেদ করলো চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
চসিক প্রশাসক এর উদ্যোগে  আজ কলঙ্ক মুক্তহলো দীর্ঘ দিনের দখলদারিত্বে থাকা শহিদ মিনার।

সোমবার ১৬ নভেম্বর সকালের দিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নেতৃত্বে সেবক দের এই ঝটিকা অভিযান পরিচালনা করা হয়
উল্লেখ্য ১৯৯০ সালে তৈরি শহিদ মিনার টি,,
তখন থেকেই দখলদারিত্ব নিয়ে বসতে থাকে পান দোকান, বিড়ি সিগারেট এর দোকান এই শহিদ মিনার ও রাস্তার এক অংশ জুরে দখল হয়ে যায় দোকান পাটে দিন গড়াতে থাকে সেই সাথে পালা বদল হতে থাকে দখলদারিত্বের সেই সাথে শহিদ মিনার ও তার আশেপাশের মাঠ এবং নালা সমুহ বাদ যায় নি,

এসময় এলাকার কৃতি সন্তান বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় সদস্য সোহাগ আরিফিন চট্টগ্রাম সিটি কর্পোরেশন কে স্বাগত জানিয়ে বলেন , আজ সিটি সিটি কর্পোরেশনের চলমান উচ্ছেদ অভিযান এর মধ্যে দিয়ে কলঙ্ক মুক্তহলো দীর্ঘ দিনের দখলদারিত্বে থাকা শহিদ মিনার।

তিনি আরো বলেন এই সফল অভিযানের পর যেন আর কোন দোকানপাট দখল করতে না পারে সেদিকে সকল প্রশাসনের সুনজর কামনা করে এ বিষয়ে এলাকার সমাজসেবক হিসাবে পরিচিত বায়জিদ নেওয়াজ এর নিকট জানতে চাইলে তিনি বলেন শহিদ মিনারের পবিত্রতা রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব, আশা করি আমরা সবাই মিলে সজাগ থাকবো যেন দখলদারিত্বের থাবা আর যেন শহীদ মিনারে না লাগে এসময় উপস্থিত এলাকার কৃত সন্তান জনাব ফারুক ৩০ টি ফুল গাছ উপহার দেন শহিদ মিনারের সৌন্দর্য বর্ধনে।


আরো পড়ুন