• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:০১ পূর্বাহ্ন

স্বামীর জমি কীভাবে পাবে হিন্দু স্ত্রী?

/ ৩৪০ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
স্বামীর জমি কীভাবে পাবে হিন্দু স্ত্রী?
স্বামীর জমি কীভাবে পাবে হিন্দু স্ত্রী?

হিন্দু আইনে স্বামীর মৃত্যুতে বসত-ভিটায় বিধবারা জীবনব্যাপী অংশ পেলেও কৃষি জমিতে তাদের এই অধিকার ছিল না।  হাইকোর্ট রায় দিয়েছেন যে নারীরা স্বামীর কৃষি জমিতেও অংশ পাবেন।

এখন প্রশ্ন হলো হাইকোর্টের এই ঐতিহাসিক রায়ের ফলেই কি হিন্দু নারীরা তাদের অধিকার ফিরে পাবেন?
– না।

যদি কেউ আপিল বিভাগে আপিল করেন তাহলে সেই আপিলের রায় হাইকোর্ট এর রায়কে সমর্থন করে তাহলে একটা পথ মুক্ত হবে। অর্থাৎ তখন সরকার যদি আপিল বিভাগের রায়কে সম্মান জানিয়ে বিদ্যমান ১৯৩৭ সালের আইনকে সংশোধন করেন তাহলেই কেবল হাইকোর্টের আজকের রায় আলোর মুখ দেখবে।

যেহেতু অসহায় হিন্দু বিধবা নারীর বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে মহামান্য হাইকোর্ট এই যুগান্তকারী রায় ঘোষণা করেছেন, সেহেতু আপিল বিভাগ বহাল রাখবেন বলেই প্রত্যাশা। জয় হোক অসহায় নারীর অধিকার।


আরো পড়ুন