• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:১৬ অপরাহ্ন

রাজনৈতিক দলের নিবন্ধন: আপত্তি পায়ে ঠেলে নতুন আইনের খসড়া

/ ৩৫৩ বার পঠিত
আপডেট: বুধবার, ২৬ আগস্ট, ২০২০
রাজনৈতিক দলের নিবন্ধন: আপত্তি পায়ে ঠেলে নতুন আইনের খসড়া
রাজনৈতিক দলের নিবন্ধন: আপত্তি পায়ে ঠেলে নতুন আইনের খসড়া

বাংলাদেশে বিরোধীদল বিএনপির পাশাপাশি একজন নির্বাচন কমিশনারের বিরোধিতা করার পরও রাজনৈতিক দলের নিবন্ধনের ব্যাপারে একটি নতুন আইনের খসড়া অনুমোদন করেছে নির্বাচন কমিশন।

ভিন্নমত পোষণকারি নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, গণপ্রতিনিধিত্ব আদেশে নিবন্ধনের বিধান থাকার পরও আলাদা আইন তৈরি করার প্রয়োজন নেই।

বিএনপি নেতারা বলেছেন, রাজনীতি নিয়ন্ত্রণ করার উদ্দেশ্য নিয়ে ই আইন তৈরি হচ্ছে বলে তারা মনে করেন।

তবে প্রধান নির্বাচন কমিশনার কে. এম. নুরুল হুদা বিবিসিকে বলেছেন, এখন স্থানীয় সরকার ব্যবস্থার নির্বাচনগুলোও দলীয়ভাবে হওয়ার কারণে গণপ্রতিনিধিত্ব আদেশ থেকে নিবন্ধনের প্রসঙ্গ আলাদা করে নতুন আইন করা হচ্ছে।

সেনা-সমর্থিত তত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৮ সালে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করে শর্ত সাপেক্ষে রাজনৈতিক দলের নিবন্ধনের বিধান আনা হয়েছিল।

এখন সেখান থেকে দলগুলোর নিবন্ধনের এই বিধান আলাদা করে স্বতন্ত্র আইন করার উদ্যোগ নেয়া হয়েছে।

‘রাজনৈতিক দলের নিবন্ধন আইন ২০২০’ – এই নাম দিয়ে এর খসড়া বুধবার নির্বাচন কমিশনের বৈঠকে অনুমোদন দেয়া হয়েছে।


আরো পড়ুন