• বুধবার, ০৮ মে ২০২৪, ১০:৪৯ পূর্বাহ্ন

কুমিল্লা আওয়ামিলীগ অফিস থেকে চালাচ্ছেন মেয়ের নির্বাচনীয় প্রচারণার: তানিম

/ ৮৮ বার পঠিত
আপডেট: বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪

কুমিল্লা জেলা আওয়ামীলীগ অফিসকে নির্বাচনী অফিস বানিয়ে মাননীয় সাংসদ প্রকাশ্যে নির্বাচনকে প্রভাবিত করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামীলীগের উপদেষ্টা ও মেয়র প্রার্থী নূর-উর রহমান মাহমুদ তানিম৷

আজ সকালে চকবাজার ফয়সাল হাসপাতালের সামনে থেকে নির্বাচনী প্রচারনা শুরু করেন হাতি প্রতীকের এই প্রার্থী৷ সেখান থেকে ছাতিপট্টি, রাজগঞ্জ, কান্দিরপাড়, পূবালী চত্বর হয়ে ঝাউতলা, পুলিশ লাইন, রেল স্টেশন, রানীরবাজার, মর্ডান স্কুল রোড হয়ে লাকসাম রোডে জনসংযোগ করেন মেয়র প্রার্থী তানিম৷

মাননীয় সংসদ সদস্যের ভুমিকা নিয়ে নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে তিনি বলেন, “এ ধরনের প্রকাশ্য তৎপরতার জন্য তো কোন অভিযোগের প্রয়োজন পড়ে না৷ যেখানে অপরাধ প্রকাশ্যে সংঘটিত হচ্ছে সেখানে কে অভিযোগ করল কে তা আলোচিনার বিষয় হতে পারেন৷ আপনারা দায়িত্বশীল টিম দিয়েছেন৷ তারা পর্যবেক্ষন করে ব্যবস্থা নিবেন এমনটাই কুমিল্লাবাসী আশা করেন।”

আজ প্রচারণার ষষ্ঠ দিন৷ নগরীর প্রধান প্রধান সড়ক জুড়ে জমজমাট প্রচার-প্রচারনায় চালিয়েছেন এই হাতি প্রতীকের প্রার্থী৷ জনগনের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে জানান এই প্রার্থী৷

বিকেলে প্রচারনা চালান নগরীর ২২ নং ওয়ার্ডের বল্লভপুর, দৈয়ারা, বিশ্বরোডসহ আশেপাশের এলাকায়৷


আরো পড়ুন