• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১০:১৭ অপরাহ্ন

মালদ্বীপের আওয়ামী লীগের উদ্যোগ শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

/ ১০৭ বার পঠিত
আপডেট: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

মোঃ আল আমীন মালদ্বীপ প্রতিনিধি:-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম  জন্মদিন উদযাপন করেছে  মালদ্বীপ  আওয়ামী লীগ। দিনটি উপলক্ষে  গতকাল মালদ্বীপের রাজধানীর মালের সি বিল্ডিংয়ে চতুর্থ তলায় একটি হলরুমে কেক কাটা, আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
অনুষ্ঠানে মালদ্বীপ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফুড এন্ড ফুড মালদ্বীপের সিইও মোঃ নুরে আলম রিন্টুর পরিচালনায় ও মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব দুলাল মাদবরের সভাপতিত্বে অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উ

পস্থিত ছিলেন, মালদ্বীপস্ত বাংলাদেশ হাই কমিশনার এস এম আবুল কালাম আজাদ।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  দোতালয়ের তৃতীয় সচিব চন্দন কুমার সাহা,  মালদ্বীপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিউ কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান মো: দুলাল হোসেন,উপদেষ্টা কাউসার আহমেদ । অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাই কমিশনার এস এম আবুল কালাম আজাদ সহ বক্তারা তাদের বক্তব্যে বলেন,  দেশ বিরোধী ঘাতক খুনিরা বঙ্গবন্ধু, তার পরিবার এবং ব্যক্তি শিশু রাসেল কে হত্যা করলেও তাঁদের স্মৃতি ও চেতনা হত্যা করতে পারেনি। শেখ রাসেল এর স্মৃতি ছড়িয়ে দিতে ও বাংলাদেশের শিশুদের ভবিষ্যত উন্নত বাংলাদেশের উপযোগী করে গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। বিদ্যালয়সমূহে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন, বিভিন্ন স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণ তার প্রকৃষ্ট উদাহরণ। তিনি উল্লেখ করেন বাংলাদেশ শান্তিতে বিশ্বাস  করে এমন ঘটনা যেন কোন শিশুর সাথে কোথাও না ঘটে সে লক্ষে সবাইকে সচেতন থাকতে হবে। 
অনুষ্ঠান শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও শেষ পর্যায়ে, শেখ রাসেল-সহ ও ১৫ আগস্ট-এ শাহাদাতবরণকারী বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মদিনার জামাত মালদ্বীপ শাখার সাবেক সভাপতি প্রবাসী ইমাম ও খতিব মাওলানা মোঃ তাজুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন,  দুতালয়ের কন্সুলার সহকারী মোঃ ইবাদ উল্লাহ্‌, এনবিএল মানি ট্রান্সফার প্রা. লি, ডিরেক্টর মো. হান্নান খান কবির,  সিইও মাসুদুর রহমান, ব্যবসায়ী মোঃ মুজিবুর রহমান,   ডা: সুজন চন্দ্র পাল,
মালদ্বীপ আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মনির হোসেন, মোঃ শাহজালাল সিকদার, মোহাম্মদ সাইফুল ইসলাম,  প্রবাসী সোশ্যালের সভাপতি মোঃ জাকির হোসেন, মালদ্বীপ আওয়ামী লীগের উপ- অর্থ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ সোহাগ সরদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ অলিউল্লাহ্,সিনিয়র সদস্য মোঃ মনির হোসেন, মোঃ নাছির হোসাইন পারবেছ,এ আর মামুন, আবু রাসেল হাওলাদার, মোঃ পারভেজ, মালদ্বীপ যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বিল্লাল হোসেন,  এবং আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রবাসী ব্যবসায়ী,রাজনীতিবিদ ডাক্তার, শিক্ষাবিদ, ও অসংখ্য প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।
পরিশেষে, পরিশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আরো পড়ুন