• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৯:৫৬ পূর্বাহ্ন

পুলিশ আদেশ উপেক্ষা করে যুক্তরাজ্যজুড়ে ফিলিস্তিনপন্থী মিছিল

/ ৯৬ বার পঠিত
আপডেট: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

অনলাইন ডেস্ক:-
হাজার হাজার ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী লন্ডন এবং ম্যানচেস্টারসহ যুক্তরাজ্যজুড়ে রাস্তায় নেমেছে। শুধুমাত্র লন্ডনেই বিবিসির নিউ ব্রডকাস্টিং হাউস থেকে ডাউনিং স্ট্রিট পর্যন্ত মানুষের বিক্ষোভে হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, হামাসের পক্ষে বিবৃতি বা সমর্থন বা দিলে তাদের গ্রেপ্তার করা করা হবে বলে হুঁশিয়ারি দেয় পুলিশ। তবে পুলিশের এই আদেশ উপেক্ষা করেই রাস্তায় নামে লাখো মানুষ।

ইসরায়েলে সশস্ত্র গোষ্ঠী হামাসের অতর্কিত হামলার এক সপ্তাহ পেরিয়েছে। ওইদিন হামাসের সদস্যরা গাজা উপত্যকার নিকটবর্তী ইসরায়েলি সম্প্রদায়গুলো প্রবেশ করে কমপক্ষে ১৩০০ এর বেশি মানুষকে হত্যা করে। সেইসাথে ইসরায়েলের অনেক কর্মকর্তা ও সাধারণ মানুষকে অপহরণ করে নিয়ে যায়।

অন্যদিকে ইসরায়েল পাল্টা বিমান হামলা শুরু করলে গাজায় ২২০০ এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। জানা গেছে স্থলপথেও হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল।


আরো পড়ুন