• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৫:৫৪ অপরাহ্ন

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে মালদ্বীপে লাখো মানুষের বিক্ষোভ

/ ৩৩ বার পঠিত
আপডেট: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

আল আমিন, মালদ্বীপ প্রতিনিধি:-
বিক্ষোভ নিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো দুদিন আগেই বিজ্ঞপ্তি প্রকাশ করেন। ‘সময় নেই’ এখনই নিরপরাধ ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে বলেন, আন্তর্জাতিক সমন্বয়ক বিভাগের পরিচালক মো. আলী। এই (আইএসি) সংগঠনটি ফিলিস্তিনকে বিশেষ গুরুত্ব দিয়ে দেশটির সহায়তার জন্য স্থানীয় মসজিদ ও মিডিয়াগুলোর সঙ্গে টেলিথনেরও আয়োজন করে।

শুক্রবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৫টায় রাজধানীর কৃত্রিম সমুদ্র সৈকত এলাকায় শুরু হওয়া সর্বকালের সর্বশ্রেষ্ঠ সমাবেশটির শিরোনাম ছিল ‘ধীভেহেঙ্গে বড়ু ইভুন’। যা অনুবাদ করলে হয় ‘মালদ্বীপের জনগণের প্রধান সমাবেশ’- ইন্টারন্যাশনাল এইড ক্যাম্পেইন (আইএসি) এবং ইসরা অ্যাসোসিয়েশন ও মালদ্বীপ ফাউন্ডেশন, জামিয়াতুল আখাওয়াথ, তুর্কিয়ে ফাউন্ডেশন, হেয়ো বিঙ্গাসহ অতিরিক্ত স্থানীয় ও প্রবাসী নাগরিক গোষ্ঠীগুলোর সমর্থনে এ সমাবেশ আয়োজন হয়।


আরো পড়ুন