• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ন

মালদ্বীপে স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন ও কর্মীসভা অনুষ্ঠিত

/ ১৩৭ বার পঠিত
আপডেট: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি:-
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার কমিটি গঠন উপলক্ষে আলোচনা ও কর্মীসভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার, ২২ ই সেপ্টেম্বর, স্থানীয় সময় রাত ০৯ টায় মালদ্বীপের রাজধানী মালের, ফুড ব্যাংক রেস্টুরেন্টে রাত সারে নয়টায় এ আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মালদ্বীপ স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী মোঃ মাসুম মুন্নার সভাপতিত্বে, ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী ব্যবসায়ী নুরনবী মানিক/ মোঃ মাহফুজুর রহমানের যৌথ সঞ্চালনায়। কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এস এম জিলানী, অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালি যোগ দেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মালদ্বীপ বিএনপি’র সভাপতি ব্যবসায়ী মোহাম্মদ খলিলুর রহমান, কর্মী সমাবেশের আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক ব্যবসায়ী মো. জহিরুল ইসলাম, ও সহ সভাপতি মোঃ আলতাফ হোসেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইয়াসিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, আন্তর্জাতিক বিষয় সম্পাদক নাসির উদ্দিন আহমেদ শাহিন, আসলাম ফকির লিটন, মোহাম্মদ সেলিম হোসেন।

কর্মী সমাবেশ অনুষ্ঠানে, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয় সম্পাদক মালদ্বীপে আগত,মোস্তাফিজুর রহমান জিহানের তত্ত্বাবধানে দলের পাশাপাশি বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতা কর্মী অংশগ্রহণ করেন।কর্মী সমাবেশে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে আমরা কাজ করছি। সংগঠনকে গতিশীল করতে আমরা নতুন নেতৃত্ব বাছাই করছি। মালদ্বীপ স্বেচ্ছাসেবক দলের একটি শক্তিশালী কমিটি গঠন করা আমাদের মূল লক্ষ্য।

বক্তারা আরো বলেন, আমাদের গণতন্ত্র, ভোটের অধিকার রক্ষা করার পাশাপাশি বিএনপি চেয়াপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলা থেকে মুক্ত করাসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গণতন্ত্রের মাটিতে ফিরিয়ে আনতে হবে। আগামী দিনের আন্দোলন সংগ্রামের সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মালদ্বীপ বিএনপির সহ সভাপতি মো. শাহ আলম, মোহাম্মদ কামাল হোসেন, মো. রহিম মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, মো. শফিকুল ইসলাম, মোহাম্মদ ইয়াসিন মজুমদার, মো. মাহমুদুল হাসান কালাম,দপ্তর সম্পাদক মোঃ আঃ মান্নান, প্রচার সম্পাদক মো. খলিলুর রহমান সাহাজী, ও মোঃ করিম রানা, মোঃ মো. হালিম, মোঃ আবদুল্লাহ্ কাদের, মোঃ খাইরুল ইসলাম,মোঃ হারুন মিয়া মোঃ আদম আলী,মোঃ খাইরুল মোঃ ইসরাফিল, মোঃ নাছির, মোঃ শফিক মোঃ মহিউদ্দিন, মোঃ হাসান,সহ মালদ্বীপ প্রস্তাবিত স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।


আরো পড়ুন