• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:৫৭ অপরাহ্ন

কক্সবাজার জেলায় এই প্রথম উদযাপিত হতে যাচ্ছে স্বেচ্ছাসেবী মিলন মেলা ২০১৯

/ ৩৬০ বার পঠিত
আপডেট: বুধবার, ১০ জুলাই, ২০১৯

প্রেস বিজ্ঞপ্তি: কক্সবাজার জেলায় এই প্রথম বারের মতো উদযাপিত হতে যাচ্ছে বিশাল স্বেচ্ছাসেবীদের মিলন মেলা ২০১৯
আগামী জুমাবার ১২-০৭-২০১৯ ইং
কক্সবাজার সংস্কৃতিক কেন্দ্রে এই মিলন মেলা অনুষ্ঠিত হবে।
উক্ত মিলন মেলার আহবায়ক নুরুল আজিম মিন্টু ( IBDWS), নুর মোহাম্মদ ( KBWS), মামুনর রশিদ মিশুক ( BEBDS) কক্সবাজার প্রতিনিধিকে জানান, আমাদের এই অনুষ্ঠানে কুমিল্লা থেকে টেকনাফ পর্যন্ত মোট ২৪ টি মানব কল্যাণে কাজ করে ওরকম সংগঠন থেকে ৩৫০ জন সদস্য রেজি: করেছেন।আমরা তাদের কে সেবা প্রদান ও নিরাপত্তা দেবার জন্যে কক্সবাজার জেলার নানা সোসাইটির সদস্য নিয়ে ৩০জনের একটা আহবায়ক কমিটি করা হয়েছে।আমরা চেষ্টা করবো সকল সদস্য কে ভালোভাবে সেবা দিতে।আমরা সবার জন্যে দুপুরের খাবার সহ বিকালের নাস্তার ব্যবস্থা করেছি।
উক্ত মিলন মেলায় অংশগ্রহণকারী দের সুবিধার্থে
প্রোগ্রাম বা মিলন মেলার বিভিন্ন ইভেন্ট এর সময় সূচি নিম্নে দেওয়া হলো।
প্রোগ্রাম সিডিউলঃ
রিপোটিং টাইম ৮ঃ৩০-৯:৩০টা
টি’শার্ট বিতরন ৯:৩৫মি-৯:৫০মিনিট
র‍্যালী ১০ঃ০০মি – ১০:৩০ মি
খেলা পরিচালনা: ১১ঃ০০মিঃ -১ঃ০০ মিঃ
নামাজ ও দুপুরের ভাতঃ ১ঃ০০মি -২ঃ৩০মিঃ
আলোচনা/গান/কৌতুক ২ঃ০০মি – ৫:০০ মি
নাস্তা বিতরণ: ৫:০০মি – ৫:৩০ মি
পুরুস্কার/যাদু/সম্মাননা স্বারক প্রদান: ৫:৩০মি – ৬:৩০মি
কূপন ড্র: ৬:৩০ মি – ৭:০০মি
সমাপ্তিঃ৭:০০মি
কক্সবাজার জেলা
২০১৯ স্বেচ্ছাসেবী মিলন মেলায় যে সংগঠন গুলো রেজি: করেছেন–
কক্সবাজার ব্লাড ডোনেটিং ক্লাব,
ইসলামপুর ব্লাড ডোনার ‘স এন্ড জনকল্যাণ সোসাইটি,
বৃহত্তর ঈদগাহ ব্লাড ডোনার’স সোসাইটি,
খুটাখালী ব্লাড কল্যান সোসাইটি,
SAVE THE FUTURE
(ALO blood donation team),
রামু ব্লাড ডোনার’স এসোসিয়েশন,
ইসলামাবাদ ব্লাড ডোনার’স সোসাইটি,
চকরিয়া ব্লাড ডোনার’স সোসাইটি,
আল ছিদ্দিক ফাউন্ডেশন,
সেবা ব্লাড ডোনার’স সোসাইটি বাংলাদেশ,
চেতনা ব্লাড ব্যাংক বাংলাদেশ,
ফাসিয়াখালী ইয়ুথ সোসাইটি,
ইসলামী কক্স সোসাইটি,
ঘুমধুম ব্লাড ডোনেটিং ক্লাব সংসদ,
ঈদগড় ব্লাড ডোনার্স ক্লাব,
উখিয়া ব্লাড ডোনেশন ইউনিট,
রক্তদানে প্রস্তুত বাংলাদেশ,
ইউনিটি ব্লাড ব্যাংক বাংলাদেশ,
BLOOD BANK CHITTAGONG,
বাইশারী ব্লাড ডোনেটিং ক্লাব,
লামা ব্লাড ব্যাংক,
নতুন অফিস ব্লাড ডোনার’স সোসাইটি,
বমুবিল ছড়ী রক্তদান সংগঠন ও
সীতাকুণ্ড ব্লাড ডোনেশন গ্রুপ
মানবিক সমাজ গড়ার লক্ষ্যে.সকলে মোরা ঐক্য গড়ি


আরো পড়ুন