• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১১:২২ অপরাহ্ন

বিআরসির অনুমোদনহীন বিপুল পরিমাণ অবৈধ মোবাইলসহ ০৭ জন গ্রেফতার

/ ৭৭ বার পঠিত
আপডেট: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:-
এরই ধারাবাহিকতায় গতকাল ১৩ এপ্রিল ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকায় একটি অভিযান পরিচালনা করে বিটিআরসির অনুমোদনহীন অবৈধ মোবাইল ফোন মজুদ, সরবরাহ, ক্রয় বিক্রয় ও প্রদর্শন করার অপরাধে ০৭ জন মোবাইল চোরাকারবারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ তাইজুল ইসলাম (২৩), ২। মোঃ ইয়াসিন (২১), ৩। মোঃ জাকির (২৭), ৪। মোঃ মামুন (৩৩), ৫। মোঃ আসিফ (২৫), ৬। মোঃ ফারুক হোসাইন (৪০) ও ৭। শাহ্পরান শুভ (২৫) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে বিটিআরসির অনুমোদনবিহীন ১৪৭টি মোবাইল সেট ও ৮৫টি মোবাইল চার্জার জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা মোবাইল চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ অবৈধভাবে বিটিআরসির অনুমোদনবিহীন মোবাইল সেট সংগ্রহ করে নারায়ণগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মজুদ, সরবরাহ, ক্রয় বিক্রয় ও প্রদর্শন করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


আরো পড়ুন