• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:৫৬ পূর্বাহ্ন

“বিএসএফ যুবকের প্রান ঝড়ল বছরের প্রথমদিনে”

/ ৮৮ বার পঠিত
আপডেট: সোমবার, ২ জানুয়ারি, ২০২৩

মিজানুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় বছরের প্রথমদিনে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ’)র গুলিতে বিপ্লব মিয়া (২২) নামে ০১ যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক পাটগ্রাম উপজেলা ধবলসুতি এলাকার গাটিয়ার ভিটা গ্রামের রাশেদুল ইসলামের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায় পহেলা জানুয়ারি/২৩ রবিবার ভোর রাতে ৬১ বিজিবি ব্যাটালিয়ন তিস্তা -২ এর পাটগ্রাম বুড়িমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৮৪৩ বরাবর সীমান্তে,৮/১০ জনের বাংলাদেশি গরু চোরাকারবারির দল ভারত সীমান্তের ১৫০ গজ অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে, এ সময় ভারতের কোচবিহার জেলার সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ৯৮ ব্যাটালিয়নের চ্যাংড়াবান্ধা বিওপি ক্যাম্পের টহল দল কর্তৃক ০২ থেকে ০৩ রাউন্ড গুলি করে।এতে ঘটনাস্থলে বিপ্লব গুলিবিদ্ধ হয়।পরে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এবিষয়ে বিজিবির সাথে যোগাযোগ করা হলে তারা জানান একজন মারা গিয়েছে শুনেছি,তবে কি কারনে মারা গিয়েছে তা এখনো জানা যায়নি।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুখ জানান নিহত বিপ্লবের লাশ ময়না তদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আরো পড়ুন