• বুধবার, ০৮ মে ২০২৪, ০৬:১৭ অপরাহ্ন

ছেড়ে দেওয়া হয়েছে ছাত্র অধিকারের ২ নেতাকে

/ ১০৯ বার পঠিত
আপডেট: রবিবার, ১ জানুয়ারি, ২০২৩

ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে ‌‘ডিবি পরিচয়ে’ তুলে নেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) রাতে গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামান সম্রাট এবং ছাত্র পরিষদের সোহরাওয়ার্দী কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক নাজুমল হুদাকে রাত ১১টার দিকে ছেড়ে দেওয়া হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ গণমাধ্যমকে জানান, সন্দেহজনকভাবে দুইজনকে আটক করা হয়েছিল।

এর আগে, শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে গুলিস্তান ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচ থেকে তাদেরকে ডিবি পরিচয়ে তুলে নিওয়া অভিযোগ করে ছাত্র অধিকার পরিষদ।

গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, তুলে নেওয়ার সময় পরিচয় জানতে চাইলে তারা উত্তর না দিয়ে দুই নেতাকে পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায়।


আরো পড়ুন