• বুধবার, ০৮ মে ২০২৪, ০৬:২৮ অপরাহ্ন

আরও এক বছর পিছিয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে যাবে ২০২৪ সালে

/ ৮৫ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে যাবে আগামী ২০২৪ সালের শেষ দিকে। অথচ প্রথম ইউনিট বাণিজ্যিক উৎপাদনে আসার কথা ছিল আগামী বছরের ডিসেম্বরের মধ্যে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে তিনি কাজ পেছানোর এ কথা জানান।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বাংলাদেশে একটি ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে। এই প্লান্টে নিউক্লিয়ার পাওয়ার দেওয়া হবে। প্রথম ইউনিটের কাজ প্রায় ৮৭ ভাগ শেষ করা হয়েছে। এটা শেষ হলে দ্বিতীয় ইউনিটের কাজ শুরু হবে। রাশিয়ানরা নিজেদের গতিতে কাজ এগিয়ে নিচ্ছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নত স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছেন মন্তব্য করে নসরুল হামিদ আরও বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে কাজ করার জন্য আমাদের ছেলে-মেয়েরা সুযোগ পাবে। এজন্য রাশিয়াতে ট্রেনিং নিয়েছে ইঞ্জিনিয়াররা।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আমাদের দেশের জন্য একটি বড় অভিজ্ঞতা। দেশের বেশ কয়েকটি কোম্পানি পাওয়ার প্লান্ট তৈরিতে কাজ করছে। যা আমাদের আরও সমৃদ্ধ করবে।


আরো পড়ুন