• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৮:৩০ অপরাহ্ন

মায়ের লাশ কবরে নামাতে না পারা অমানবিক : গয়েশ্বর

/ ১০৪ বার পঠিত
আপডেট: শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২

ডান্ডাবেড়ির কারণে বিএনপি নেতার মায়ের লাশ কবরে নামাতে না পারা অমানবিক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালি ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম খানের শোকাহত পরিবারকে দেখতে এসে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী সায়েদুল আলম বাবুল, মজিবুর রহমান, রিয়াজুল হান্নান শাহসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এর আগে সেখানে উপস্থিত হয়ে নেতাকর্মীরা মরহুমের কবর জিয়ারত করেন। শোকাহত পরিবারের হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন তারা। উল্লেখ্য, গত মঙ্গলবার তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম।

নিজ বাড়িতে নেওয়ার পর তিনি নিজেই মায়ের জানাজা পড়ান। এ সময় তার হাতকড়া ও ডান্ডাবেড়ি পরানো ছিল। হাতকড়া ও ডান্ডাবেড়ি পরানো অবস্থায় মায়ের জানাজায় অংশ নেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে।


আরো পড়ুন