• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১১:১১ পূর্বাহ্ন

ফিলিপাইনের জনপ্রিয় সাংবাদিককে গুলি করে হত্যা !

/ ১১৩ বার পঠিত
আপডেট: বুধবার, ৫ অক্টোবর, ২০২২

ফিলিপাইনের জনপ্রিয় রেডিও উপস্থাপক এবং সাংবাদিক পারসিবাল মাবাসাকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এবং তার পূর্বসূরি রদ্রিগো দুয়ার্তের কট্টর সমালোচক ছিলেন এই সাংবাদিক।

রাজধানী ম্যানিলায় বাড়ির কাছে গুলিতে নিহত হন মাবাসা। পুলিশ মঙ্গলবার এ কথা জানায়। কর্তৃপক্ষ জানিয়েছে, মাবাসা সোমবার রাতে ডিডব্লিউবিএল রেডিও স্টেশনে কাজ করার জন্য গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। তখন মোটরসাইকেলে থাকা দুই হামলাকারী তাকে গুলি করে পালিয়ে যান। লাস পিনাসের পুলিশ প্রধান কর্নেল জেইমে সান্তোস বলেন, তিনি (মাবাসা) তার কাজের জন্য নিবেদিত ছিলেন এবং এটাই সম্ভবত তার হত্যার কারণ।

৩০ জুন মার্কোস জুনিয়র ক্ষমতা গ্রহণের পর মাবাসা দ্বিতীয় সাংবাদিক, যাকে হত্যা করা হলো। এর আগে, মাবাসারই সহকর্মী রেনেতো ব্লাঙ্কোকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।


আরো পড়ুন