• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:১৬ পূর্বাহ্ন

জন্ম‌দিনের কেক কেটে কক্সবাজারে মেলা শুরু

/ ৭৯ বার পঠিত
আপডেট: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে কক্সবাজারে সপ্তাহব্যাপী মেলা ও বীচ কা‌র্নিভালের দ্বিতীয় দিনের শুরু হয় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার জন্ম‌দিনের কেক কেটে। এরপরই শিশু কি‌শোর‌দের অংশগ্রহ‌ণে অনু‌ষ্ঠিত হয় রচনা এবং চিত্রাঙ্কন প্র‌তি‌যো‌গিতা। যার শি‌রোনাম- প‌রি‌বেশ বান্ধব পর্যটক।

রং তু‌লি‌তে শুভ্র ক্যানভাস সে‌জে ও‌ঠে শিশু‌দের স্ব‌প্নের সমুদ্র সৈকত।

নীলাভ আকাশ, স্বচ্ছ জলরা‌শি, সুস‌জ্জিত বীচ, সব মি‌লি‌য়ে শিশু‌দের চো‌খে এক অনন্য অবয়বে ধরা দেয় কক্সবাজার।

এসময় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক বলেন, প্রধানমন্ত্রীর বিচক্ষণতা, দেশ প্রেম, আদর্শ, নৈ‌তিকতা যেন শিশু‌দের মা‌ঝেও বিক‌শিত হয়।

জেলা প্রশাস‌কের উদ্যো‌গে এমন আ‌য়োজ‌ন, শিশু কি‌শোর‌দের মান‌সিক বিকাশ সাধ‌নে সহায়ক ভু‌মিকা রাখবে ব‌লে জানান  কক্সবাজারের সহকারি ক‌মিশনার ও এ‌ক্সি‌কিউ‌টিভ ম্যা‌জি‌স্ট্রেট মুনমুন পাল।


আরো পড়ুন